মানুষ
আবুলকালামআজাদবাসু
মানুষ মানুষই ঠিক তবে দুর্বল অসহায়
আমি ছন্দহারা পাখী নীরব স্তব্ধ দিশেহারা
ভয়ে ভীত ভয়ার্ত নিজ ভব্য উড়ণ্ত ক্ষুদ্র ভরত
ভাবি সদা কেবল নিকুঞ্ছ একাকী বাস বিষয়বস্তু
তাঁরে নিয়ে থাকব আমি একা দীর্ঘ নিবাস ৷
হায়! আমি মানুষ বটে বড় অসহায় ৷
ভাবি অদৃশ্য হবে মোর একান্ত সহায়,
দৃশ্য হাত পা যত মনোবল অতি ক্ষুদ্র দুর্বল
অজানা অদৃশ্য যত শক্তি তারাই সবল ৷
মানুষ পারে কেবল করতে জয় অসম্ভব
তবে বড় অসহায় সেই ক্ষুদ্র নীড় নিকুঞ্ছে,
তথায় ফেলতে শ্বাস প্রশ্বাস যত ঝঞ্জাট;
অদৃশ্য মোর খনি সেই গাইয়ে গলি গলি
জীবন মোর হবে পরম ধনী খালি মোর চাঁদোয়ার
৷
নীরব নিস্তব্ধ জীবনে আসবে একদিন জোয়ার ৷
আধুনিক ছোঁয়ায় দেখি ছবি অথচ বাস্তব
তাঁদের প্রচারিত বাণী আকাশে বাতাসে বয়ে আনে
কেউ নেই বলে যে মিথ্যা সমাচার ৷
কি করে হল তা সম্ভব অনু পরমাণু বিজড়িত
এ ছবি অবিকল মহা সম্রাটের ৷
মানুষ মরে না প্রবোধ যত
কাল জন্মে সুদূর ওপার এ ছবি তার ৷
ক্ষুদ্র ক্ষুদ্র জীণ যত হয়ে যায় মৃত
সুদূর এ জীবের অবস্থান তাতে হয় জমা
মানুষ ভাবে নি কি করে হয় ছবি!
টিভির ছবি এমনই রবি ক্ষুদ্র কণা
গঠিত হয় আপন জনা ৷
ভুল তাতে নাই জানার
জানি সব তবে হার মানি অদৃশ্য
মহাশক্তি জনার ৷
তিনিও ক্ষুদ্র ক্ষুদ্র মৃতপ্রায় জীব জিণ
নিয়ে গঠন করেন কায় ৷
সেই কায় জুটে দেয় মানুষের শেষ
সম্বল তবেই হয়ে উঠে জীবন্ত কায় ছবি ৷
ছবি তখন কথা বলে আপন কৃত-কর্মের
ধরায় আছে কেউ জানাবে এমন তথ্য?
যা একেবারে নব্য মানুষের স্থানে স্থানে
রয়েছে বড় বড় কুঞ্জ তথায় গড়ে উঠে নিকুঞ্জ ৷
সেথায় হবে তার বাস আর নিবাস ৷
ধর্তব্যের বাহিরে অদৃশ্য অজানা পাখী
নিঃশব্দে উড়ে যায় আপন ঠিকানায় ৷