রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

যুদ্ধ নয় শান্তি



যুদ্ধ নয় শান্তি
আবুলকালামআজাদবাসু
যুদ্ধ নয় বরং শান্তি
শত্রুকে খেপায়ে বলে দমে ক্লান্তি ৷
পিছুটান শাব্দিক জড়বুদ্ধি
বোধি কৌতুক জড়াবট চাঁদনী ৷

হও পঙ্গু চলন্ত চলোমি,
আশায় দেয় জ্বলন্ত কুবুদ্ধি,
ধুর্ত কথায় নয় বরং আরতি
যুদ্ধ নয় বরং শান্তি ৷

দশ বাঁচাতে যারা পথচারী
পিতা তাদের আছে বাঁচি ৷
প্রয়োজনে আশা নিয়ে থাকি
কাটাব কাল সবাইকে ভালবাসি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন