পিতা কালাম’ জন্ম কালো
(২৯)
আবুলকালামআজাদবাসু
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে
৷
বাঁচিতে চাহি
না বিড়াল বিড়ম্বনাতে
যতই পোষ মোরে
সাদরে মনোহরে,
নিদ্রায় বিমুগ্ধ
হই তোমারঈ কম্বলে,
গরজে এ আনাগোনা
ভিন্ন পরিবেশে ৷
নিজ ধর্মে ভণ্ডামি
হীন স্বার্থের তরে
ধন্য ধন্য হে
শিবো, নিনু ধন পিপাসু
বিশ্ব-ব্যাপী
ছড়ায়েছ নিজ ভাব-মূর্তি,
হতভাগা! জুটেছে
প্রদত্ত অপ-কীর্তি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন