শিল্পীর অঙ্কন
আবুলকালামআজাদবাসু

সে যে এক সুন্দরমনা
সে মায়মুনা, সে মায়মুনা ৷
শৈশব তার যে ছিল কল্পনা
স্কুলে গিয়ে করবে পড়াশুনা
সে কি ছবি আঁকবে না!
মনে মনে তার কত জল্পনা ৷
শৈশব পার করে দিল খেলনা,
তার কাছে এল রাজার ছানা
দৈত্যরাজার একমাত্র সন্তান ৷
সেইসাথে পরীদের আনাগোনা,
বহন করে আনে বৃহৎ রূপ ঘোড়া
সর্ব অঙ্গ মানুষ আছে চেহারা,
নীচ অংশ মানুষের নয় যেন ঘোড়া ৷
ছবি অঙন তার শেষ হয় না
এলো মানুষ-রূপ ঘোড়া একদা,
সেই ছবি আজও জল্পনা কল্পনা;
সে ছিল মায়মুনা, মায়মুনা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন