রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

ইয়াছীন ও রহমান



     ইয়াছীন ও রহমান
       আবুলকালামআজাদবাসু

দিলে এত যে গেঁথেছে নাম ইয়াছীন
ভাবনায় সদা বাজে মিষ্টি মধূ বীণ ৷
আরশ ভেদিয়া শুনতে চায় যে কুন্
কৃষ্ণের বাঁশীর সূরে যে রাঁধার প্রাণ ৷
প্রেমে মত্ত কৃষ্ণ মিশে মনির আলোতে
প্রেম নাহি মানে ধরায় নিয়ম বাঁধন ৷
কারো জন্যে সেই প্রেম ঘটায় মিলন
কৃষ্ণ কাটায় বাজায়ে রাঁধা রাঁধা বীণ ৷
রাঁধা বাজায়ে গায় রহমান ও সীন
তাঁহারি মাঝে সেই প্রেম হয় বিলীন ৷
রাধিকা এসে দেয় ধরা তাহারি বুকে
রাঁধা উঁকি মারে দেখে জুড়ায় পরাণ ৷
নিরাকার ভবে শুনিয়া সে জন কুন্ ,
ধনভাণ্ডারে রক্ষিত মণির যে আলো
দিয়েছে পাড়ি সাত সমুদ্র তের নদী
সে-ই মিশিল সৃষ্ট মাঝে অরূপ রূপে
পহেলা সে-ই যাবে ফিরে অজানা স্থান ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন