শিশুর হাসি
আবুলকালামআজাদবাসু

পুতুল পুতুলের খেলনা
চাপে করে কিচিমিচি ৷
দাদী দেয় দোল দোল,
দোলনায় পুতুলের কিচিমিচি
শব্দের ডাকে শিশু হাসে ৷
মা দেয় সুতায় বেঁধে রঙিন বেলুন
হাত পা নেড়ে শিশু দাবায় তখন,
ছুড়ে যায় এপার ওপার বেলুন
তা দেখে শিশু খিলখিল হাসে
মায়ের আনন্দ তখন জোয়ারে ভাসে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন