মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

রহস্যময়




   রহস্যময়
আবুলকালামআজাদবাসু

জীবন একান্তই রহস্যময়,
মানুষ সদা কৌতুহলী
কিন্তু পায় না খোঁজে সঙ্কেত,
ফিরে আসে আবার বাস্তবতায় ৷

মানুষ হয়েছে হয়রান,
তবুও খোঁজে কিছু অন্য আশায়;
কেন কর না চিন্তা রহস্য ?
কিছুই আসেনি সহজ উপায়ে ৷

যা কিছু দেখি তার শেষ কোথায়!
কিন্তু আছে লুকায়ে পেছনের জায়গায়;
সেই টি বা কি?
কিছুই না কিন্তু বিজ্ঞানের কলা কৌশল ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন