রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩

চেরাগবাতি



চেরাগবাতি
আবুলকালামআজাদবাসু
একদা ছিল চেরাগ পাহাড়ে
চেরাগ বাতি ৷
আজি লাল নীল চট্ট শহর
জোনাকির মত বাতি জ্বলে
পাহাড় আর প্রাসাদে
একদা ছিল চেরাগ পাহাড়ে
চেরাগ বাতি;
চট্ট শহরের পাহাড়ে ৷
সারারাত যেন জোৎস্নার আলো,
চন্দ্র-আলো মিশে গেছে
উঁচু পাহাড়ের গায়ে
নীচে জ্বলে ঝিলিমিলি বাতি ৷
ইতিকথা এখনও বলা হয়নি,
হাজার বছর আগে ছিল
কেবল পাহাড় অরণ্য ভুমি
মানুষের ছিল না ঠাঁই
তবে ছিল খরস্রোতা কর্ণফুলী নদী ৷
পাহাড়ে নিবাস ছায়ার মত জিন-পরী,
এক ধার্মিক এসে পাহাড়ে
জ্বালাইয়া দিল চেরাগ বাতি ৷
ধীরে ধীরে গড়ে উঠল বসতি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন