বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

ভাবুক পেয়ে হারায়



ভাবুক পেয়ে হারায়
আবুলকালামআজাদবাসু

এমন কোন ভাবুক আছে দুনিয়ায়,
পেয়ে গুপ্তধন বলে নি যে হারায় নি!
তুঁমি যে কেমন ওগো হে জানি না আমি,
তা কথায় চিন্তায় প্রকাশ নাহি পায় ৷
মানুষ যদি না করতে সৃষ্টি ধরায়,
হতো ভাল থাকতাম যে সুখে তথায় ৷
ভুল করে বলা মোর নিরেট আশায়,
তুমি যা জান কেউ যে তা জানে না ওগো ৷
মানুষ হয়ে কেন যে এলাম ধরায়,
কি যে ছিল অপূরণ মানুষের গায় ৷
আসতে হলো তা জানতে বসুন্ধরায়,
সে টি শিখতে বিবেকের তাড়নায় ৷
শুদ্ধ অশুদ্ধ রীতি নীতি এ দুনিয়ায়,
সে যে মানুষের কাছে আসে আর যায় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন