তোমাতে অন্ধ
আবুলকালামআজাদবাসু
আমি তোমাতে হয়েছি অন্ধ
বেড়াই অহরহ নাই বুকে ছন্দ ৷
বলার নাহি শেষ বলতে বাঁধে দ্বন্দ্ব
আমি না হয় হলাম অন্ধ ৷
দিব্যি তুমি দেখ আমায় স্বচ্ছ
আনন্দে আত্মহারা করতে চাই স্পর্শ ৷
জানি তুমি একাই স্বতন্ত্র
আমার বুঝার নাই ক্ষমতা ৷
নয়নে নয়ন অধর অধরে অধর্ম্য !
বুঝি না পাপ অপকর্ম
কিন্তু তোমাতে আমি অন্ধ ৷
জানি পাখা যাবে জ্বলে
যদিও কর মোরে সিদ্ধ ৷
সিদ্ধতে সিদ্ধিলাভ অন্ধে আলো,
বিশ্বাসে প্রাপ্তি, কল্পনা হয় না সমাপ্ত ৷
বিশ্বনিয়ন্তা তুমিই স্যমন্তক!
সর্বস্তরে ওগো তুমিই রক্ষক ৷
আমি তোমাতে হয়েছি অন্ধin
বেড়াই অহরহ নাই বুকে ছন্দ ৷
বলার নাহি শেষ বলতে বাঁধে দ্বন্দ্ব
আমি না হয় হলাম অন্ধ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন