ছায়া
আবুলকালামআজাদবাসু
মানুষের আছে ছায়া
আল্লাহর নাই সেই রূপ ৷
কোন মানুষের যদি নাই থাকে
সেই ছায়া,
মানুষ কভু হয় না আল্লাহ;
সুন্দর বিশ্বাসযোগ্য প্রমাণ রহস্য,
মানুষ জানে অন্য জাতির কথা;
মানুষ তাদের করেছে আবিষ্কার
জানে লোকে তাদের নেই ছায়া ৷
তারা শত শত মানুষের চেয়ে অধিক
এটাই সত্য আল্লাহ এক ও অদ্বিতীয় ৷
তিনিই সর্বসেরা,
সর্ব-শক্তিমান আল্লাহ ৷
তাঁর নাই কোন শরীক ৷
কেবল তিনিই আল্লাহ,
যাঁর জন্ম হয়নি,
বা কাকেও জন্ম দেয় নি;
যিনি তুলনাবিহীন,
কিন্তু সৃষ্টির গুণাগুণ তাঁর
এটাই হয়তো সত্য ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন