কবির গুপ্তকথা
আবুলকালামআজাদবাসু

আকাশে ভাসে ঝিকিমিকি তারা
তাদের মাঝে বাস করে বন্ধন কণা
আকাশের নীল রঙ আভা
তাইতো তার এত
মায়া ৷
ভাসে যত গ্যাসীয় বাতাসে
তাতে আছে মানুষের প্রাণের বন্ধন
আপনারে কে নাহি ভালবাসে ?
বাতাসের গন্ধে আপন বাঁচে ৷
শান্তিতে তার নাচন দেখে
পশুপাখি যত গান গায় ছন্দে ছন্দে ৷
মাটির আছে এক প্রেম-শক্তি
জীবনে আনে রচনার উক্তি
রচন কভু হয় না শেষ ৷
জলের আছে জীব-শক্তি
পাতালে তাদের নিবাস ৷
মণি মুক্তা যত লৌহ গঠন
পাথর রূপ কয় কথন,
আকাশে আছে মজুদ নিবন্ধন ৷
মানুষে গায় গুণগান
আসলে জানে না কেউ
কবির গুপ্ত কথার উপাখ্যান ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন