একটি মাত্র
কাল্পনিক বিষয়
আবুলকালামআজাদবাসু
ইহা কিছুই না তবে একটি
স্বপ্ন
ইহাকেই করতে আত্মতৃপ্ত
সাথে থাকবে অঙ্গীকার-বাক্যে
অতীব নিরাশ দেখে রঙিন
হৃদয় ৷
ইহা কিছুই না তবে একটি
স্বপ্ন
সারাংশ প্রকাশে প্রয়োগ
চরমোৎকর্ষ
তাদের শিখা-হীন আলোক তবে
পেলাম কোথায়
ওহে তুমি কখনও আস নি! তবে
ইহা একটি স্বপ্ন ৷
ইহা কিছুই না তবে একটি
স্বপ্ন
সবাই বলে পোষা বিড়াল ভাল দীর্ঘ
প্রশ্বাসে
কেহ কেহ গর্বিত এবং সদা
বলে দ্বন্দ্ব
কিছুই জানে না খালি থলে
শিশু-অন্ধ ৷
যে রকম সাধারণ সে রকমই
প্রভু
ইহা কিছুই না তবে স্বপ্ন
প্রভু তাদের ধৌত করে
পিষ্টক দিয়ে
জ্ঞানী হও অহংকারী নয়
বিবেচনা কর নিজের প্রিয়পাত্র ৷
কবুতর ছেড়েছে তার সাথী
সাময়িক গ্রহণ করেছে অন্য
সঙ্গী
সেথায় জঠরে ধারণ করল কিছু
ডিম দিতে হবে তার তৃপ্তি
মত ৷
যখন সে ঘরে ফিরল
সেটাই হল বাস্তবিক স্বপ্ন
তার সাথী তাপ দিতে সেই
ডিম জানাল অস্বীকৃতি
কে দায়ী এই প্রাণ-ডিমের কিন্তু
তুমি অক্ষম
প্রাণ-নাশে, বুঝ ছেড়ে
সদৃশ,
সেটা হল অন্যের যেথায় বাস
তোমার ৷
কিছুদিন অতিবাহিত কর
আপোষের লাগি;
পুনরায় সেই নিয়ম তবে সব
হবে দ্বিগুণ
তাকে করতে ধনে-বলবান
উপকার দান
এটাই সেই একটি বাক্য কি
বলা যায় ৷
চেষ্টা কর খোঁজতে এর ভিতর
কিছু
নতুবা কিছুই নহে এছাড়া
একটি কাল্পনিক বিষয়
ইহা কিছুই না তবে একটি
স্বপ্ন
ইহাকেই করতে আত্মতৃপ্ত
সাথে থাকবে
অঙ্গীকার-বাক্যে
অতীব নিরাশ দেখে রঙিন
হৃদয় ৷