শনিবার, ১৩ অক্টোবর, ২০১২

দুধের কাহিনী


দুধের কাহিনী
আবুলকালামআজাদবাসু
13 October 2012

ভেবেছিলাম বসবো নির্জনে
তোমারি স্মরণে
অপেক্ষমাণ কক্ষ ভরে উঠলো
বিজ্ঞের সমাগমে
আড্ডার আসরে
কে যে কি বলে ?
নিজ মনের ব্যাকুলতা
এ দেশ নয়, দেশপ্রেম যত
দেখে তারা ওপারে
কর্ম বিনা নাহি লয় পারিশ্রমিক
বিনাশ্রমে পেতে চায় এ মানবগোষ্ঠী
তাতেও তাদের নেই তুষ্টি ৷

কেহ বলে বতর্মানে যত ফায়সালা
দিনে দিনে হয় তা সেবা আলয়
যেথায় রয়েছে অত্যাধুনিক ষষ্টি
সমাজ সেবক যারা মস্তিষ্ক
তারা কেবল যেন কিসের খুঁটি ৷

কেহ বলে নির্ধারণ প্রতীক বিনা
করিও লড়াই 
তখন দেখাইও বড়াই ৷

কেহ বলে এক যে ছিল রাজা
ছিল তার বহু প্রজা
গোহাল মশাই রোজ দিত দুধ
একদা বলে রাজা মশাই
এ-দুধে মিশিয়েছে পানি,
তদন্তে নিয়োগ পেল রাজার প্রতিনিধি
পড়লো বিপাকে গোহাল মশাই
তাই মিশাল আরও অধিক পানি
এবার দুধের ভাগ পেল সেই প্রতিনিধি,
যত বাড়ল ‘তিনি’
দুধও বাড়ল আপনাআপনি
রাজার ভাগ্যে জুটল কেবল পানি ৷








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন