আমার
কথা প্রথম খণ্ড (৮)
আবুলকালামআজাদবাসু
ভাবী
বাণী (২)
প্রথম
শান্তির যুগে জন্ম হয় তাঁর
দ্বিতীয়
শান্তির সময়কাল হাজার
হিসেবে
শেষযুগ একবিংশ শতাব্দী ৷
দানিয়েলের
ভাবী বাণী অবলোকনে
কাদিয়ানী!
দেখি না তোমায় যথাকালে
কোন
মূখে বল তুমি নবী ঈসা মসি
তুমি
ঐশীবাণী প্রাপ্ত ইমাম মেহেদী?
হযরত
(সঃ) পর নবীর আবির্ভাব
কোন
শাস্ত্রে যে গাঁথা তেরশত বছর?
শয়তানের
ফন্দিতে কর বিচরণ
লালসায়
শ্রুত বাণী কর নি যাচাই
তোমার
আল্লাহ আজ বড় অসহায় !
পবিত্র ধর্মগ্রন্থ “তওরাত”
“ইহা এককাল (দুই) কাল ও অধর্কালে হইবে এবং পবিত্র জাতির
বাহুভংগ সম্পূর্ণ হইলে এই সকল সিদ্ধ হইবে ৷ আর সে সময়ে হামেশা নজরানা নিবৃত্ত ও
ধ্বংসকারী ঘৃণিত বস্তু স্থাপিত হইবে, তখন হইতে একহাজার দুইশত নব্বই দিন হইবে ৷
মোবারক সে-ই যে ধৈয-র্ধরিয়া সেই একহাজার তিনশত পঁয়ত্রিশ দিন পযর্ন্ত থাকিবে ৷
কিন্তু তুমি শেষের অপেক্ষাতে গমন কর, তাহাতে বিশ্রাম পাইবে
এবং দিন সমূহের শেষে নিজ অধিকারে দণ্ডায়মান হইবে ৷ (১২ ঃ ৭, ১১-১৩) নবীদের কিতাব
দানিয়েল ৷” (বায়তুল মোকাদ্দস পৃষ্ঠা ১০২০) ৷
“নবী দানিয়েলের (১২ ঃ ৭ আয়াত ) থেকে দুটো আশীবার্দের সময়
বুঝায় ৷ মূসা (আঃ) থেকে হযরত (সঃ) পযর্ন্ত সময়ের ব্যবধান ১৩০০ বৎসর ৷ এক হল হযরত
(সঃ) ৬২২ সালে মদিনায় পৌঁছেন এবং ৬৩১ সালে ইহজগত ত্যাগ করেন ৷ তারপর দীর্ঘ ত্রিশ
বৎসর তাঁর খলিফাদের রাজত্বকাল চলে ৷ প্রথম আশীর্বাদের সময় যদি ৬৩১+৩০=৬৬১ সাল
পযর্ন্ত ধরা হয় তাহলে নবী দানিয়েলের ভবিষ্যত বাণী মতে দ্বিতীয় আশীবার্দের সময় (১২
ঃ ১২ আয়াত) মতে ১৩৩৫+৬৬১=১৯৯৬ সাল হল শুরু ৷” (ডেস্টাকশন অর পিস পৃষ্টা ৭২৩
বঙ্গানুবাদঃ-লেখক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন