সংসার
ধর্মী
আবুলকালামআজাদবাসু
18-Oct-12
চল চল
করি যে অনুসরণ তাঁরি
যিনি প্রচারই-ছে
বিশ্বময় এ নীতি ৷
তুঁমি
নিখিল বিশ্বের একচ্ছত্র প্রভু
আমি
ক্ষুদ্র পরমাণু রূহ নামে বাস
অণু
মাঝে বিশ্ব-ব্রহ্মাণ্ডের অনুভূতি,
তোঁমারি
স্ত্ততি-বাদ তোঁমারি গান কে বা
জাগায়
করতে প্রকাশ, তুঁমি বিধাতা,
সংসার-ধর্মী
লোকেরা প্রেম-প্রীতি নীতি
মেনে
নিয়ে তোঁমারি বন্দেগী করে তারা ৷
সংসার
বৈরাগী নাহি মানে কোন বাধা,
ছুটে
চলে তোঁমারি পানে একাগ্রচিত্তে ৷
যে-জন
সংসার-ধর্মী হয় সে উত্তম,
যদি করে
সংসার বৈরাগী-বেশে প্রাণে ৷
মন তার
সদা থাকে প্রভু পানে মধু
আহরণে,
সে-ই অতি উত্তম ৷ অধম
তা নাহি
মানে সমাজে, কাল বিবর্তনে ৷
চল চল
করি যে অনুসরণ তাঁরি
যিনি প্রচারই-ছে
বিশ্বময় এ নীতি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন