সূ-ফল পাবে একদিন আবাদে
আবুলকালামআজাদবাসু
31-Oct-12
ধর্মের অনুসরণ কর
মনেপ্রাণে
ও-রে সুফল পাবে একদিন
আবাদে ৷
ওয়াজ নছিহত কর-রে
জ্ঞানীগণ
প্রশংসা কর-রে তাঁর সবার
উপর ৷
ভালবেসে করিও প্রার্থনা
আরাধনা
তোমারি হৃদয়ে বসে আছেন
সে-জনা ৷
যে-মতে ভজি-বা তাঁরে সে-মতে
পাইবা
খালি হাতে কেহ নাহি ফির-বা;
রয়েছে
তাঁর অফুরন্ত ভাণ্ডার,
প্রেম বাজারে
প্রেমের লীলাখেলা; মানবের
করিও
প্রশংসা যে গুণে
গুণান্বিত সে-গুণের
কীর্তন মাহফিলে! যদিও সে
হয় গো
ভিন পথের পথিক, ভালবেসে
তারে
কাছে টান ধীরে ধীরে প্রেম
আলিঙ্গনে;
তারি সূ-ফল পাবে একদিন
আবাদে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন