শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

নাচে মন বৃন্দাবনে


নাচে মন বৃন্দাবনে
আবুলকালামআজাদবাসু
27/10/2012

রূপ দেখিয়া নাচেরে মন বৃন্দাবনে
নাচিয়া নাচিয়া সে সত্য গাহি পবনে ৷
জেরুজালেম মাতা আমার সর্বজনে
সত্য গাহিয়া পূর্ববঙ্গে অবগাহনে ৷
আমি প্রাচ্যে, রঙিন চাদর সর্ব-অঙ্গে
মন্দির মসজিদ গির্জা মঠ ভুবনে ৷
পূর্বে আসিয়া বিদ্যুৎ এর মত ছুটবো
আমি পশ্চিমে সত্য যে করছি প্রকাশ ৷
আমি গাহিব গান একমনে পবনে
রূপ দেখিয়া নাচেরে মন বৃন্দাবনে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন