মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

মন মানে না


মন মানে না
আবুলকালামআজাদবাসু
16-Oct-12

তুমি কত সুন্দর তার নাহি তুলনা
গোলাপ-রূপী তুমি, তাও কেউ মানে না
চন্দ্র-রূপী যে স্নিগ্ধ তোমার কোমলতা
ডুবন্ত সূর্য-রূপ তোমার গায়ের রং ৷

টুকটুকে দুধ-আলতা-সম এ বর্ণ
নাহি মানে যে কেউ, বলে সবাই তুমি
অনন্য, তুলনা-বিহীন একক সত্ত্বা
প্রকৃতির নরনারী তোমারই মাঝে
ভাবনায় করে আনাগোনা, তুমি
কি-রূপী তাও কেউ জানে না এ-জনমে ৷

তবুও নাহি হয় যে শেষ এ যাত্রার,
হবে কি কভু পরিশেষ? মন মানে না
কোনও বাধা, মানুষ কেন ঝোঁকে পড়ে
তোমারই সান্নিধ্য লাভে প্রবল টানে?
এ আকর্ষণ কি নহে প্রেমের কারণে!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন