বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

ভালবাসায় ভরে দাও মন


ভালবাসায় ভরে দাও মন
আবুলকালামআজাদবাসু

হাতের উপর হাত রাখ
স্থির কর মন
মানুষ নহে মানুষের দুশমন
যত ব্যথা মনে কর অপসারণ ৷

দৃঢ় চিত্তে কর কোলাকোলি
হাসিমুখে কর বলাবলি
হৃদয়ে প্রসারিত করে বাঁধ তারে
বিনিময় কর কেবল হাসি-মুখ মাখা বুলি ৷

মানুষ মানুষের তরে
কভু নহে কেহ কারো পর
এ ভুবনে সবাই সবার লাগি
বিপদে তারাই আপনজন ৷

হিংসা বিদ্বেষ ভুলে যাও যত
ভেবে দেখ তার ইতিকথা
খুঁজে নাও তার পুরাণ সু-বার্তা
সেই কথা ভেবে মনকে দাও সান্ত্বনা ৷

হাতের উপর হাত রাখ
ভালবাসায় ভরে দাও তার মন
তবেই দেখ সেও হবে আপনজন
শত্রু-মিত্র সবাইকে কর বরণ ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন