সোমবার, ২২ অক্টোবর, ২০১২

আমার কথা প্রথম খণ্ড (৭)


                             আমার কথা প্রথম খণ্ড (৭)
                             আবুলকালামআজাদবাসু
                                   ভাবী বাণী (১)
22-Oct-12
‘ঈসা তো কিয়ামতের নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ পোষণ করিও না এবং আমাকে অনুসরণ কর ৷ ইহাই সরল পথ ৷” ৪৩ (৬১) কোরআন ৷
“স্মরণ কর, যখন আল্লাহ বলিলেন, হে ঈসা! আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি এবং যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে মুক্ত করিতেছি ৷ আর তোমার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি, অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন ৷” ৩ (৫৫) কোরআন ৷
(উক্ত আয়াতে দাগ দেয়া চিহ্নে ভাবী বাণী অন্তর্নিহিত) ৷
“সে দোলনায় থাক অবস্থায় ও প্রবীণ বয়সে মানুষের সহিত কথা বলিবে এবং সে হইবে পুণ্যবানদের একজন ৷” ৩(৪৬) কোরআন
কিয়ামতের আলামত
১০৫৮ ৷ হাদিস:- হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বনিত, তিনি বলেন- রাসূলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, ইবনে মারয়াম অর্থাৎ হযরত ঈসা (আঃ) যে পর্যন্ত তোমাদের মাঝে ন্যায় বিচারক হয়ে না আসবেন, সে পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ৷ তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শুকর হত্যা করবেন এবং জিজিরা কর তুলে দিবেন ৷ তখন ধন সম্পদ এতো হবে যে, কেউ তা গ্রহণ করবে না ৷ (বোখারী শরীফ)                                                  
হযরত ঈসা (আঃ) এর শুভাগমন
১৩১৪ ৷ হাদিস:- হযরত আবু হুরাইরা (রাঃ) বর্ণনা করেছেন- নবী করিম (সঃ) এর কসম সেই সত্ত্বার যাঁর হাতে আমার প্রাণ, খুব তাড়াতাড়ি হযরত মরিয়মের পুত্র হযরত ঈসা (আঃ) তোমাদের মাঝে আসমান থেকে অবতরণ করবেন, একজন  ইসলামিক শাসক ও ন্যায় বিচারক হিসেবে ৷ তিনি খৃষ্টান ধর্মের প্রতীক ক্রুশ ভাঙ্গার অভিযান চালিয়ে তা নিশ্চিহ্ন করবেন,
শুকর নিধন করবেন, জিজিরা কর তুলে নিবেন ৷ ধন সম্পদ স্ত্রোতের মত বয়ে চলবে ৷ অর্থাৎ ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি দেখা দেবে, কেউ কবুল করতে চাইবে না ৷ এমন কি একটি সিজদা দেয়া সমগ্র দুনিয়া ও তার মধ্যকার সব সম্পদ থেকে অধিক বলে গণ্য হবে ৷ আহলে কিতাবের এমন কেউ বাকী থাকবে না, যে ঈসা (আঃ) এর উপর তাঁর মৃত্যুর পূর্বে ঈমান আনবে না এবং কিয়ামতের দিন তিনি তাদের ওপর সাক্ষী হবেন ৷ (বোখারী শরীফ) ৷
নবী দানিয়েলের সকল ভাবী-বাণী
কালে-পূর্ণ, ধরণীর বুকে ঘটমান
ঘটনাচক্র ভবিতব্য কি হবে শূণ্য ? 
আদি কিতাবে ব্যক্ত মুসা সদৃশ নবী
‘মুসা হতে হযরতের (সঃ) সময়কাল
নবী দানিয়েলের ভাবী বাণীতে গাঁথা
কালের ব্যবধানে তেরশত বৎসর
প্রথম শান্তির যুগে জন্ম হয় তাঁর
দ্বিতীয় শান্তির সময়কাল হাজার
হিসেবে শেষ-যুগ একবিংশ শতাব্দী ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন