রবিবার, ২১ অক্টোবর, ২০১২

জীবন ঘুড়ির মত


জীবন ঘুড়ির মত
আবুলকালামআজাদবাসু
21-Oct-12

শক্ত-হাত থেকে শুরু হয় জীবন
করেছে তাকে ক্ষীণ
যা কেবল ইচ্ছা উহা যেন হয় তুচ্ছ
তবেই থাকার জন্যে সদা তৃষ্ণা ৷

বেধেছে তারে মায়া ডোরে
তা কেবল সে-ই জানে;
তুচ্ছ এ জীবন অনলে পড়ে
শুরু থেকেই করে লাফালাফি
গর্বে স্ফীত কর্মে গাফলতি
জীবন প্রাপ্ত হয়ে যা আস্ফালন
অনলে করে বাস ভাবে স্বর্গ-নিবাস
দাম্ভিক তার চলন
জয় করতে নরক-রূপ রাজ্য
দিনে দিনে হরণ করে কত প্রাণ ৷
তবুও নেই শান্তি
দূর নাহি হয় ক্লান্তি,
তুচ্ছ প্রাণ যায় উড়ে
রেখে তারে অনলে ৷

আকাশে ঘুড়ি উড়ে
আপন দোল দোলনায়
ঘুড়ি জানে না কভু
কার ডোরে সে রয়েছে বাধা
নির্মল আকাশ যেন তার স্বর্গ-ভেলা
এ যে পুতুল খেলা
রশি দিলে ছেড়ে
যাত্রা শেষে পড়ে অগ্নি-শালা ৷

তুচ্ছ এ জীবন
বন্ধন বিনা পতন
রাখিও স্মরণ
মায়া ডোরে বেধে
নিজেরে করে নাও আপন ৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন