পিতা কালাম’ জন্ম কালো (৬)
আবুলকালামআজাদবাসু
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
আমি সংকেত, আমি মৃত্যু,
আমি প্রলয়;
অরুণ বরুণ
আবাল-বৃদ্ধ-বণিতা
শুন মোর কথা-বার্তা মহা-গ্রন্থে গাঁথা;
হে বিশ্ব! নওজোয়ান হও আগুয়ান
শক্ত হস্তে ধারণ কর মোর
এ-গান,
পুষ্পের রাজ্যে যদিও নিজ, সে
প্রধান,
নিরাকারে নাহি পুষ্পের কোন সম্মান,
পুষ্পের মধ্যমণিই প্রত্যেকের
যান ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন