বৃষ্টি বর্ষায়
আবুলকালামআজাদবাসু
14/11/2012
হঠাৎ বৃষ্টি
তখন থেকে বৃষ্টি পড়ছে
দিনের আলোতে
বিদ্যুৎ চমকায়ে গেল বিনা বাক্যে
চক্ষু-স্থির তাকায় ভাব-উন্মাদে
ছটফট করছে অন্তরে
শিরা উচ্চ শিহরণে প্রবাহিত হচ্ছে
আশ্চর্য অনুভূতি
সৃষ্টি হয়েছে
তখন বৃষ্টি ঝরছে ৷
হঠাৎ বৃষ্টি পড়ছে
তখন কে যেন কাছে এলো
ঐ-সে আকর্ষণ অনুভব করল বটে
দূরে চলে গেল বাতাসে
(তার) পশ্চাতে তাকায়ে রইল অনায়াসে
তবে মুখ খোলতে পারে নি
ছটফট করছে অন্তরে
চোখ থেকে জল ঝরছে
ভেবেছে ঐ খুব চেনা জন
তাইতো বৃষ্টি ঝরছে ৷
অস্পষ্ট কিছু যেন বলে গেল
বাতাস বহন করে নিয়ে এলো তার কান-ধারে
তাতে ঐ-সে পেছনে ছুটে
আবার শুনতে চায়
ইহা এই খুব কাছে এসেছে
বাতাস বদ্ধ
তা পারছে না প্রবাহিত হতে
অপ্রত্যাশিত সেই শব্দ আবার শুনতে চায় ৷
বৃষ্টি বর্ষায়
কেহ জানাচ্ছে স্নেহ ও ভালবাসা
আবার উহা শুনতে চায়
ছটফট করছে অন্তর
অশ্রুজল বয়ে পড়ছে
তখন থেকে বৃষ্টি ঝরছেই
না, ইহার কোন শেষ নেই ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন