আমি কভু হব না শান্ত
আবুলকালামআজাদবাসু
9-Nov-12
আমি কভু হব না শান্ত, দিগদিগন্ত
ছড়াইব আমি তাঁর এ বাণী, তাঁহারে
লইয়া দিবানিশি আমি রচি বাসনা,
মনে উদিত দীপ্ত জ্বলন্ত অগ্নি শিখা,
আমি কভু হব না শান্ত, দিগদিগন্ত
ছড়াইব তোঁমার বাণী, বলেছ তুঁমি
আনয়ন করতে পার মোর মতন ৷
এই জনা যদি না রচেনি এ কিতাব,
দিয়েছ হুশিয়ারি নাম মোর করিবে
কর্তন, বলনি আমায় কি নাম হবে
আমার! হায়! আমি কভু হব না শান্ত,
ছড়াইব আমি তোমার বাণী, যতই
ছোট হোক এ বাণী, আমি জানি যে তুমি
সর্ব-শক্তিমান, ছড়াব দিগদিগন্ত
তোঁমার বাণী, আমি কভূ হব না শান্ত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন