সত্য কি
আবুলকালামআজাদবাসু
16/11/2012
ছোঁয় ছোঁয়
তাঁরে তবুও ছোঁয়া যায় না
তাঁরে,
যেতে হবে সব ছেড়ে তাঁর দ্বারে ৷
কেবল মনে
পড়ে তাঁরে এমন ঝর
ঝর অঘোর
বৃষ্টির কালে, বৈশাখীর
ছোবলে ঘোর
অন্ধকারে, প্রভা নিমিষে
মিশে গেছে
কালো ঘোর ছায়ায়, আকাশ
হারিয়েছে
তার নিজ ভাব-মূর্তি, দিন
মিশে গেছে
অপ-ছায়ায়, জয় ছিনিয়ে
আনতে পারে
নি দুর্দম সাহসী যারা ;
বার বার
ঘটেছে পতন, জয় কভু
হবে না
তাদের, পরাজয়ের এ গ্লানি
মাথায়
নিয়ে, গালে দিয়ে হাত মরতে
হবে একে
একে এ ভুবনে একবার
সবার, তবেই
জানা হবে এ সত্যের ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন