শনিবার, ১৭ নভেম্বর, ২০১২

পিতা কালাম’ জন্ম কালো (১০)


পিতা কালামজন্ম কালো (১০)

আবুলকালামআজাদবাসু
17/11/2012

বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷

জানে কি কেউ কভু এ নামে ঈসা গুপ্ত!
তো কেন একি-দা কুপাত্রে পূজা অর্চনা?
চরণে চরণে রূহ গৃহ পতি ঘরে
চির বিদ্যমান একাশ্রিত তাঁর তরে ৷
তিনি আল্লাহ একক অংশীদার-হীন,
পরম দয়াময় প্রভু যে শান্তিময় ৷
সব রূহ মানব দানব ফেরেশতার,
অরূপ-রূপ একান্নভুক্ত পরিবার ৷
নাহি তব অন্ত চিরস্থায়ী প্রেমে সৃষ্ট,
আল্লাহর বাক্য এ মানব রূহ শ্রেষ্ঠ




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন