ঈশ্বর দেখেছ
কভু
আবুলকালামআজাদবাসু
30/11/2012
শত প্রশ্ন
জাগে মনে অবুঝ অবোধ
ভাবুকের
হায় ! ডাকে ঈশ্বর ! ঈশ্বর !
মন আত্-মা
কলব রূহ প্রাণ হার্ট,
সর্বশেষ
সবটি করল একাকার ৷
গুরুজনে
করে নতশির, সবিনয়ে
করল আরজ,
“ঈশ্বর দেখেছ কভু ?”
হে
প্রাণেশ্বর ! ধর্মগুরু অতি গোপনে
কহিলেন,
“দেখেছি! তবে কি বা সংশয় ?”
ছাড়িয়া
নিঃশ্বাস ভাবুক ভাবে যথার্থ,
মনে-প্রাণে
বিশ্বাস আনল তার সনে;
গুরুর কথায়
ও কাজে দেখে একদা,
মাতা এসে
হাজির তার সম্মুখ-পানে ৷
পথিমধ্যে
কেবল স্মরি-ল মা-শক্তির ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন