বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

আমার কথা প্রথম খণ্ড (৯)


আমার কথা প্রথম খণ্ড (৯)
আবুলকালামআজাদবাসু
ভাবী বাণী (৩)
8-Nov-12
And thou shall come up against my people of Israil as a cloud (Air force) to cover the land it shall be in the latter days.(New Bible)  - 
(ডেসট্রাকশন অর পিস পৃষ্ঠা-৭০০ ইন্ডিয়ান লেখক সম্ভবতঃ হাজী মহসীন ৷)
(মেঘ অর্থ আকাশ বাহিনী, লেখক এবং বিশিষ্ট চিন্তাবিদ, এ লেখক অনুমানলব্ধ জ্ঞানে তা প্রকাশ করেছেন ৷)
পবিত্র ধর্মগ্রন্থ ইঞ্ছিল’
“কারণ বিদ্যুৎ যেমন পূর্বদিক হইতে বাহির হইয়া পশ্চিম পযর্ন্ত প্রকাশ পায়,
তেমনি ইবনে আদমের আগমন হইবে ৷ ২৪(২৭) মথি ৷”
“আর তখন ইবনে আদমের নিশানা আসমানে দেখা যাইবে, আর দুনিয়ার সমুদয় কউম মাতম করিবে, এবং ইবনে আদমকে আসমানী মেঘে সওয়ার হইয়া কুদরত ও মহাজালালে আসিতে দেখিবে ৷ ২৪(৩০) মথি, ১৩(২৬) মার্ক ৷”
“ডুমুর গাছ হইতে মেসাল শিখ, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পার, গ্রীষ্মকাল নিকটবর্তী; সেইরূপ তোমরা ঐ সকল ঘটনা দেখিলেই জানিবে, তিনি নিকটবর্তী, এমন কি, দরজায় উপস্থিত ৷ আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এই জামানার লোকদের লোপ হইবে না, যে পযর্ন্ত না এ সমস্ত সিদ্ধ হয় ৷ ২৪(৩২-৩৪) মথি, ১৩(২৮-৩০) মার্ক, ২১(২৯-৩২) লুক ৷” নীচে দাগ চিহ্নিত লাইনটি ইহুদি জাতির পূনঃ প্রতিষ্ঠা লাভ করার ইঙ্গিত বহন করছে বলে মনে হয় ৷
“নবী ইউনুস যেমন তিন দিবারাত্রি বৃহৎ মাছের পেটে ছিলেন, তেমনি ইবনে আদমও  তিন দিবারাত্রি দুনিয়ার গর্ভে থাকিবেন ৷” ১২(৪০) মথি ৷
“হে মুরশিদ, দেখুন, কেমন পাথর ও কেমন গাঁথনি ৷ ঈসা তাঁহাকে বলিলেন, তুমি কি এই সকল বড় গাঁথনি দেখিতেছ? ইহার একখানি পাথর আর একখানি পাথরের উপরে থাকিবে না, সকলই ভূমিসাৎ হইবে ৷ ১৩(১-২) মার্ক, ২১(৬) লুক ৷
(উক্ত আয়াতদ্বয়ে তখনকার দিনের ইহুদী রাজ্য যদিও রোমীয়দের করায়ত্ত ছিল তবুও এ শহরের ধ্বংস এবং পতনের কথা বলা হচ্ছে বলে মনে হয় ৷)
আর সেই সময়ে, সেই তকলিফের পরে, সূর্য অন্ধকার হইবে, চাঁদ আলো দিবে না, আকাশ হইতে তারাদের পতন হইবে, ও আসমানের কুদরত সকল বিচলিত হইবে ৷ ১৩(২৪) মার্ক ৷
সেই দিনের বা সেই মূহুর্তের তত্ত্ব কেহই জানে না আসমানী ফেরেশতাগণও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন ৷ ১৩(৩২) মার্ক ৷
“তিনি বলিলেন, দেখিও, ভ্রান্ত হইও না, কেন না অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে, ‘আমিই তিনি’ ও সময় নিকটবর্তী; তোমরা তাহাদের পিছনে যাইও না ৷ আর যখন তোমরা যুদ্ধের ও গণ্ডগোলের কথা শুনিবে, ভয় পাইও না, কেন না প্রথমে এই সকল ঘটিবেই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয় ৷ তিনি তাঁহাদিগকে বলিলেন, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে ৷ বিরাট বিরাট ভূমিকম্প এবং জায়গায় জায়গায় দুভির্ক্ষ ও মহামারী হইবে, আর আসমানে ভয়ংকর লক্ষণ ও বিরাট নিশানা হইবে ৷ ২১(৮-১১) লুক ৷”
“অল্পকাল পরে তোমরা আমাকে আর দেখিতে পাইতেছ না; আবার অল্পকাল পরে আমাকে দেখিতে পাইবে ৷ ১৬(১৬) ইউহোন্না ৷”






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন