পিতা কালাম’ জন্ম কালো (১১)
আবুলকালামআজাদবাসু
29/11/2012
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
পুষ্প-রূপে প্রেরিত মরু-বাসী বিশ্বস্ত
যদৃচ্ছা যন্ত্রের গুণে হয় মোক্ষপ্রাপ্ত ৷
যেঁ অনাদি অনন্ত প্রকাশ্য
অপ্রকাশ্য,
সব প্রশংসা তাঁর তিনিই
প্রশংসিত ৷
তাঁর রাজ্যে নেই কোন
বাধ্যবাধকতা,
নামে কেন খ্যাত ক্ষমাকারী
শাস্তি-দাতা ?
নেই গো হিংসা বিদ্বেষ আছে
প্রেমপ্রীতি,
সাহায্যকারী প্রেমময় এ তাঁর
রীতি ৷
তাঁরে ভেবো না কভু তাতে পাবে না কূল,
এ অন্তঃ-শূন্যের তরে করবার দান,
সৃষ্ট দু-জাহান, মহা-বিজ্ঞানীর জ্ঞান,
মানবের তরে সর্ব আল্লাহর
দান ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন