যদি যাও ভিত
ছাড়ি
আবুলকালামআজাদবাসু
22/11/2012
কিসের
জায়গা জমি কার ঘরবাড়ী!
ভাবিয়া দেখ
তোমার প্রাণ যায় যায়,
কার লাগিয়া
মত্ত তুমি জীবন-ভর?
যাবি একদিন
সুন্দর ভুবন ছাড়ি ৷
যত গর্ব,
যত অহংকার দুনিয়ায়
ভাবিস-নি
কভু মিশিয়া যাবি কাদায় ৷
সময় থাকতে
কর নিরূপণ ভবে,
চিরকাল
বিরাজ কর সত্যের-দ্বারে ৷
কিসের
জায়গা জমি কার ঘরবাড়ী!
দম্ভ গর্ব
সর্ব হবে ধূলিসাৎ মাটি ৷
আপন ভুলিয়া
যদি যাও ভিত ছাড়ি,
কোন পথ
নেবে বেছে হও আগুয়ান;
সবার উপরে
মানুষ সত্য মহান ৷
ভুল পথে
নেমে আসে ঘোর অন্ধকার,
আপন ভুলিয়া
যদি যাও ভিত ছাড়ি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন