ভালবেসো সবাইকে ভালবেসো
আবুলকালামআজাদবাসু
19/11/2012
ভালবেসো সবাইকে ভালবেসো
তা নহে অপবিত্র ৷
নহে ভালবাসা মদের মত
এটা সত্য এবং বিশুদ্ধ ৷
যৌন ভালবাসা মদ্যের মত
যদিও তা চলতে পারে জীবন-সঙ্গীর সাথে
অন্যের প্রতি উহা আইন ভঙ্গের অপরাধ-কর্ম ৷
এটা যেন ওলট-পালট ছয় ও নয়
তা তোমার অভ্যাসে পরিণত কর না
যৌন-কামনা অন্যের প্রতি মদ্যের মত ৷
ভালবেসো সবাইকে ভালবেসো
নহে তা অপবিত্র ৷
প্রশংসা কর আল্লাহর
পুষ্প হয়েছে সৃষ্ট করতে জীবন-উজ্জ্বল ৷
কাম বাসনায় তাদের দিও না দৃষ্টি
সদা এ কথা রাখ স্মরণ
তবেই তা হবে আরও সুন্দর ৷
উহাকে বাগানে প্রস্ফুটিত হতে দাও
যৌন-কামনায় ফুল টেনে-আলাদা কর না
সেটাই স্বর্গ দুনিয়ায় ৷
নিষিদ্ধ যা তা ছেড়ে নতুন বাগান বানাও
যা বলা আছে কোরআনে ৷
এ সময় আর পেছনে তাকাও না
আল্লাহর ইচ্ছা পূরণ কর
শুকরের মাংস খেও না
তবেই আল্লাহর সে-ইচ্ছা শান্তির জয় ৷
ভালবাসার নাই কো শেষ কভু
যৌবন কামনা নহে ভালবাসা
একটি লম্বা গল্প নৈতিক গদ্যময়
স্বপ্নে তৈরি চিন্তাধারা কবিতা
ভাবময়
অনুপস্থিতে বাড়ে ভালবাসা
ভাব চিন্তায় গান-স্পন্দন যৌবনে
স্থির চিহ্নে-বসে নয় যদি গুঞ্জন
স্বপ্ন ভাবধারার গুণে কবিতা-গান
অর্জন করে জনপ্রিয়তা সর্বত্র
যদি থাকে ভালবাসা বিশুদ্ধ-পবিত্র
অভিজ্ঞ যারা তা কভু ভুলে না
ভালবাসা সবার কাছে প্রিয়
সেই-ই চায় আল্লাহয় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন