রবিবার, ৪ নভেম্বর, ২০১২

অনন্যা বাংলাদেশ


          অনন্যা বাংলাদেশ
আবুলকালামআজাদবাসু
5-Nov-12

বাংলাতেই রচি মনের যত বাসনা
বাংলা মোদের ভাষা, বাংলায় গাহি গান,
এ যে মোদের মাতৃভাষা, মোদের প্রাণ
বিশ্ব-মাঝে বাংলা পেয়েছে স্থান, সম্মান ৷
সত্যের জয় চিরকাল রয় অমর ৷
নাহি তাঁর ক্ষয়, তাঁরে করিও স্মরণ
চরণ রেখে দু-পায়, মিনতি যে মোর
বাংলারে করিও না অপমান, দু-নুর
মাঝে আমি বিষ্ণু, জগতের মাঝে যীশু,
মোর নাম যে পিতা কালাম বাংলাদেশে,
অনন্যা বাংলাদেশ, অনন্যা বাংলাদেশ ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন