শয়তানের
ডায়েরী নয় তবে (৫)
আবুলকালামআজাদবাসু
মৌলানা নেছার একজন পীর এবং জ্বিন পরী ভিন্ন ভিন্ন জাতি
তাঁহার ভক্ত ছিল বিধায় শয়তানের ডায়েরী যথাস্থানে নবী রাসুলদের কাহিনী বর্ণনা করে এবং
তোমারও তাতে কিছু হয়তো অংশ ছিল কারণ অপবাদ কে নেবে ? আমি এমন একজন লোক সময়ে বাস্তব
ছাড়া কিছুই বুঝি না ৷ তাই তুমি শুধু কথা বললে হবে না, তোমাকে আরও অনেক বড় এক ভূমিকায়
প্রদর্শন করাতে চাই যদি আল্লাহ সহায় হন ৷
এইতো ভুল বলেছেন আল্লাহর সাথে কি আমার ভাব কোন অংশে কম
৷ আমি যদি তাঁহার পূর্ব পরিকল্পিত সৃষ্টির কথা আন্দাজ করতে না পারতাম তাহলে আদম জাতি
ও আমার জাতি ভাইদের কি কষ্ট দিতাম ৷ অবশ্য এটাতে এক ধরনের সুখ রয়েছে, কাজ শেষ হয়ে গেলে
হতাশায় জড়িয়ে পড়ার আগেই আমার নিষ্ঠাবান কর্মীরা তাদের খেদমতে উপস্থিত হয় ৷ তখন তারা
আর তাদের ভুল বুঝতে পারে না ৷ মানুষ সৃষ্টির
ইতিহাস তোমার সামান্য হলেও মনে আছে ৷ তুমি যে মৌলানা সাহেবকে কিছু দরকারী পছন্দসই রেওয়াত
শিখতে বলেছ তৎমধ্যে একটি প্রসিদ্ধ রেওয়াত রয়েছে ৷ সেটা কি খুলে না বললে বুঝব কি করে
৷ তুমি তো সবার উপরে সর্দার ছিলে ৷ হ্যাঁ ৷ কেউ কেউ বলেন তবে ঐ মৌলানা সাহেব বলেছেন
কিনা জানি না হযরত আজরাঈল (আঃ) পৃথিবীর এমন কোন জায়গা নেই যে স্থান থেকে মাটি সংগ্রহ
করে নাই মানুষ তৈরীর উদ্দেশ্যে ৷ এ সব মানুষকে ধাপে ধাপে বুঝানোর পথ আসলে এতে কি সত্য
বা কি মিথ্যা জানি না ৷ আকাশমণ্ডলী ও পৃথিবীতো এক সাথেই ছিল আর উহাকে সর্বত্র ছড়িয়ে
দিলে তো আর রেওয়াত অনুযায়ী মাটি সংগ্রহ করতে হয় না ৷ তোমার বক্তব্যটা কি ৷
আমি জানি আজকাল মানুষের রুচি বদলে গেছে ৷ পুরান ভূত প্রেত
জ্বিন পরীদের পাতাল পুরীর দৃশ্য এবং তাদের মনমাতানো নাচ গানে আর বিশ্বাসী নয় ৷ কারণ
এ সমস্তই পৃথিবীবাসী সহজে আয়ত্ত করে নিয়েছে ৷ মানুষ সৃষ্টির কথোপকথন এক জঢিল ইতিহাস
৷ সেই ইতিহাস পরে বর্ণনা করার আশা রাখি, তবে আমি শয়তান হলেও মানুষের মতন এতবড় বেঈমান
নই ৷ প্রথমে মানুষের স্বভাবের কথা বলি ৷ জীবনে এবাদত বন্দেগী কি কোন অংশে কম করেছি
তবুও আমার পরিণতি আগুনের ইন্ধন ৷ তাই মানুষের কথা ভাবি ৷ আমি না হয় দোযখ বা আগুনে অঙ্গার
হয়ে যাবো তবুও যেন কিছু মানুষ দোযখ থেকে রেহাই পায় ৷ আমি ভুল বুঝে আদমকে হিংসা এবং
অহঙ্কার করে অমান্য করেছি সেই ভুল শোধরাতে না পারলেও মানুষকে আমি প্রথমে ভুল পথে চলার
আয়োজন করি বটে কিন্তু তখনি স্মরণ হয় আমারতো রেহাই নেই ৷ আমি জেনে শুনে আল্লাহর হুকুম
অমান্য করেছি এবং আমার জন্য ঐ আগুনই বরাদ্দ হয়ে রয়েছে ৷ তাই কিছু করতে না পারলেও অন্ততঃ
আফসোস করি কিন্তু মানুষ অকৃতজ্ঞ আফসোস তো দূরের কথা উল্টো তারা নিজেরাই দোযখ সৃষ্টি করে ৷ দীর্ঘ জীবনে অনেক মানুষের
ক্ষতি করতে পারতাম কিন্তু তেমন করিনি কারণ আমার পূর্বের ঘটনা আমাকে পীড়া দেয় ৷ কি জবাব
দেব আমার যে ভুল হয়েছে তার জন্য আবার এর উপর নতুন শয়তান বানালে কি জবাব দেব ৷ এই ভেবে
আজও আমার মতন কাকেও বানাতে পারি নি ৷ এদিক খেয়াল করলে আমার শিষ্যরাই অধিক খ্যাত ৷ তাদরকে
যারা ভক্তি ও শ্রদ্ধা করে দেখা যায় তারা প্রাণও দিতে পারে তাই দেখে মনটা শান্তই থাকে
৷ আজ আসি ৷