রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

খাজা, খাজা ওহে খাজা


খাজা, খাজা ওহে খাজা
আবুলকালামআজাদবাসু
10/2/2013

খাজা, খাজা ও আমার খাজা!
কেহ কেহ বলে মানুষ মরে
কখনও দিতে পারে না আলো
কিন্তু আত্মা মাঝে আলো আমি দেখি ৷

যা অর্জিত তথায় সে আলো
অনন্ত, সেই অন্যের লাগি দেখায় পথ
সেই-ই ধারা যেতে আল্লার কাছে
কে বলে তুমি নেই সেখানে!
ঐটিই হয়েছে এক জনার স্থান
যখনই জপে-ছ আল্লাহর নাম
তখনই হয়ে গেছে তোমার সব সম্বল ৷

একটি লোকের সেইরূপ অনেক স্থান
আত্মা তা জানে তাতেই তার সংযোগ
এক ধরণের লোক বলে মৃত্যুতেই মৃত
সে-ই দেয় না অন্যকে তার আলো ৷

সাময়িক তারা সত্য বটে নেই তাতে বিজ্ঞান
একটি লোককে দৃশ্যে দেখি লাখ লাখ
তবে কেন আলোকিত আত্মা
করবে না ভ্রমণ এক প্রান্ত থেকে অপর প্রান্ত
বর্তমান বিজ্ঞানে যদি পারে মৃতও ৷

আসা ও যাওয়ায় রয়েছে অনেক স্থান
যেগুলি আত্মার বিরাম স্থান
সেইগুলিই জানো যদি আদান-প্রদানের জন্য বিরাম স্থান
কবরও সেইরূপ যেথায় মৃতদেহ
আত্মাই বিরাম স্থান করে তৈরি ৷

তাইতো আমি দীর্ঘ গান গাই
বিশ্বাস কর আত্মার আছে অনেক বিরাম স্থান
প্রয়োজনে তৈরি করে অনেক বিরাম স্থান
তথায় ভ্রমণ করে পুণ্য আলোকিত আত্মা ৷

খাজা, খাজা ও আমার খাজা!
কেহ কেহ বলে মানুষ মরে
কখনও দিতে পারে না আলো
কিন্তু আত্মা মাঝে আলো আমি দেখি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন