বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

রাষ্ট্র আমাদের ধর্ম তোমাদের


রাষ্ট্র আমাদের ধর্ম তোমাদের
আবুলকালামআজাদবাসু
27/2/2013

রাষ্ট্র আমাদের ধর্ম তোমাদের
কোরআন বিশ্ব জগতের
ইসলাম ধর্ম সবার ৷
এ ধর্ম নহে কোন এককের
শুরু থেকে শেষ সবাই ইসলামের
যদি হত এককের
বিশ্বে থাকত না অধিকার নাগরিকত্বের ৷
আল্লাহর ইচ্ছা বাস্তবায়নে
মানুষে মানুষে প্রয়োজন সমতার,
ইসলাম দিয়েছে এ অধিকার
প্রত্যেকের ধর্ম প্রত্যেকের,
বিধির বিধান এ নির্দেশ তাঁহার
রাষ্ট্র আমাদের ধর্ম যার যার ৷
আইন প্রয়োগ সমান সবার উপর ৷
ভুল পথে যাত্রা বাড়বে হানাহানি
ভিন রাষ্ট্রে মুসলিমের গ্লানি
সংখ্যায় তারা হাজার হাজার
সেথায় ধর্ম যার যার রাষ্ট্র সবার ৷
রাষ্ট্র আমাদের ধর্ম তোমাদের
কোরআন বিশ্ব জগতের
ইসলাম ধর্ম সবার ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন