বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৩

তোমারে চিনলে না


         তোমারে চিনলে না
আবুলকালামআজাদবাসু
21/2/2013

ও-মন মনুরে কি রূপ-গুণে আইলা,
ভুবনে ভবসাগর পাড়ি দিয়ে তীরে!
তুমি যে তোমারে চিনলে না রং-বেরঙে,
কত লীলা দেখিয়াছ জনম জনমে ৷
ও-মন মনুরে কি রূপ-গুণে আইলা,
ভুবনে ভবসাগর পাড়ি দিয়ে তীরে!
হৃদয় হতে রং দিয়ে তোঁমায় পেয়েছি,
রূপের প্রাণে কেন ঘুরছ মন ও রে!
নীচ আকাশের স্তরে স্তরে তোমারও
আছে বহু ষ্টেশন মনে তোমার নাই ৷
তাকাও-রে মন এবার পিছন ফিরে
কত লীলা দেখিয়াছ জনম জনমে ৷
ও-মন মনুরে কি রূপ-গুণে আইলা,
ভুবনে ভবসাগর পাড়ি দিয়ে তীরে!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন