পিতা কালাম’ জন্ম কালো (২০)
আবুলকালামআজাদবাসু
20/2/2013
বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷
চিত্রকর
অঙ্কনে হয় না চিদানন্দ,
কালামের
বাক্য ‘হও’ এ হয় চিদাত্মা
তিনিই চিরঞ্জীবী মহা-পরম সত্তা ৷
উনিশে রাত্রের স্বপ্নে মোর বিমুগ্ধতা,
সত্য সাক্ষী-দাতার সহায়তায় মোর,
উপায়ন বিশ্বব্যাপী কালোকিষ্টি দীপ্ত ৷
কেহ বলে
‘ব’ ও ‘স’ বর্ণ-দ্বয় কৃষ্ণের,
অন্য
কেহ বলে যে তা সিদ্ধার্থ বুদ্ধের ৷
জাহেরি কালাম বলে আলফা ওমেগা,
আমার
মতন কৃষ্ণ-মসি জানে না তা,
তাই
বারে বারে বক্ষে ধরি মহা-গ্রন্থ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন