শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩

মায়ের ভাষা


মায়ের ভাষা
আবুলকালামআজাদবাসু
15/2/2013

নিজের ভাষাকে দিয়ে বিসর্জন
পর-ভাষাকে করি আলিঙ্গন
মায়ের ভাষা সবার লাগি আপন
অন্য ভাষা মনকে করে না আকর্ষণ ৷

ভিত ছেড়ে যে যতই দূরে যাক
একদিন আসে ফিরে আঙ্গিনায়
মায়ের ডাকে সাড়া না দিলে
সে যে কষ্ট পায়,
হৃদয় তার ভেঙ্গে হয়ে যায় চুরমার ৷

মায়ের ধর্ম সব সন্তান তার সমান
হউক না সে ভিন্ন রীতি নীতির
তবুও তারা মায়েরই সন্তান ৷
হউক তারা হিন্দু বৌদ্ধ খৃষ্টান,
সন্তানের প্রতি অবিচার অন্যায়
মা করে তার প্রতিকার
দাঁড় করায় দোষীকে কাঠগড়ায় ৷
পিতা তার করে বিচার,
দোষীর গলায় পরিয়ে শক্ত মাল্য
ভ্রাতা তারে রুজ্জু-রশিতে লটকায়
বোন তার শোকের মাহতাম গায় ৷
ধর্ম তার আপন দোষে মাটিতে লুটায় ৷

নিজের ভাষাকে দিয়ে বিসর্জন
পর-ভাষাকে করি আলিঙ্গন
মায়ের ভাষা সবার লাগি আপন
অন্য ভাষা মনকে করে না আকর্ষণ ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন