শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

ঈশ্বর স্ব-ইচ্ছায়


ঈশ্বর স্ব-ইচ্ছায়
আবুলকালামআজাদবাসু
8/2/2013

লোকে বলে বলে-রে ঈশ্বর স্ব-ইচ্ছায়
আমায় বানাইলে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ৷
ওহে শুন্ শুনরে ঈশ্বর স্ব-ইচ্ছায়
তোদের দিয়েছে সর্বশেষ গ্রন্থে ঠাঁই ৷
আমা মন্ত্র পড়িয়ে বানাইলে গৈরিক
সেনাদলের সেনাধ্যক্ষ আমি সৈনিক ৷
লোকে বলে বলে-রে ঈশ্বর স্ব-ইচ্ছায়
আমায় বানাইলে ইহুদি মুসলিম ৷
ওহে শুন্ শুনরে আল্লাহ স্ব-ইচ্ছায়
আমায় যে পরিয়েছে রঙিন চাদর ৷
আমি নহি বৈরাগী বানাইলে গৈরিক
সেনাদলের সেনাধ্যক্ষ আমি সৈনিক ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন