মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩

একি দশা তব মোর


      একি দশা তব মোর
আবুলকালামআজাদবাসু
19/2/2013
হায়! হায়! হায়! একি দশা তব মোর,
আমি না হয় ছিলাম অন্ধকারে ঘোর ৷
তোমরা তো ছিলে আলোতে দীপ অনড়ে,
আলোতে করে বাস আমায় দেখ সঙ্কটে ৷
জানি এ বিধান নহে তোমার আমার
তরাও মোরে ধৃত করে কৃত অপরাধে ৷
বলিও না আর বার বার কু-কীর্তনে
তুমি আছ ওপারে আমি আছি এপারে ৷
মধ্যখানে সূদুর পথ এ বলিয়াছি
আমি, আজি পড়িয়াছি অঘোর সঙ্কটে ৷
দু জাহান দু কূলে তারা সুখে দুখে
পরস্পর নিত্য থাকে তারা চলমান ৷
জানিয়া শুনিয়া এ কি দশা করলাম!
আমিই তো ছিলাম বলার হিতাহিত ৷
হায়! হায়! হায়! একি দশা তব মোর
আমি না হয় ছিলাম অন্ধকারে ঘোর ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন