রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৩

রূহ


রূহ
আবুলকালামআজাদবাসু
24/2/2013

ফুল তুলিতে রসের বৃন্দাবনে যার
হৃদয় যায় ছুটিয়া বারংবার, বনে
বিষাক্ত কাঁটা বিধে সর্বদা তা মনে
ব্যথা বেদনা অনলে জ্বলে সে দংশনে ৷

তার মাঝে অনন্ত সুখ দেখিয়া কলি
ছুঁইতে নাহি পারে কেউ সেই অরূপ ৷
মানবের সর্ব সুখ স্ব রূহ অরূপ,
রূহ আল্লাহর রূপ অবিকল গুণ,
ভাবিয়া দেখ হে বিশ্ব মানব সমাজ ;
সমালোচনা মুখরে করনা নারাজ ৷
জিন পরী মানব ফেরেস্তা যাবে কোথা
প্রত্যাবর্তনে? পরমাণু এই যে আমা
অন্তরে, আমি অরূপ-রূপ নিরাকার ৷
কোথায় যাও ছুটিয়া সৃষ্টির গহ্বরে!
দেখিয়া লও সব তত্ত্ব যদি জানতে
চাও মোঁরে বিশাল সৃষ্টি-মহাসাগরে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন