কপালে
এরূপ ছিল
আবুলকালামআজাদবাসু
13/2/2013
ভাণ্ডারে ভাণ্ডারে রয়
তফাৎ তা বলে
কর না ইনকার নবী রসুলদের,
যদি বলে তাঁরা মানুষ, তা
বলে ভাব
না বদকার, সত্য ধরাতে
প্রকাশিত
দিও না বাধা, এ ধরায় কেহ
নহে যে
অতিমানব, কে বলেছে তোমায়
সব
নবী-রসুল আসতে ইচ্ছা
করেছিল
তবে শেষ-যুগে? মানুষের মনে থাকে
আক্ষেপ যদি হতাম আমি
শাহজাহান!
কপালে এরূপ ছিল লিখা কোটি
কোটি
বছর অগ্রে যদা হয়েছিল
পয়দা,
স্ব-ইচ্ছায় কেহ আসতে পারে
না ভূ-তে
খণ্ডায়ে পূরব্ নির্ধারিত
এ বার্-তা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন