রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

এটিই সব


এটিই সব
আবুলকালামআজাদবাসু
17/2/2013
এটিই সব
কোন রকম নেই তলব
যখন সবই হয় পতন
এটিই সব ৷

একজনার উঁচু প্রেরণা
সময়ে হয় মরণ,
সত্য কখনও  হয় না অবসান
দাঁড়িয়ে রয় আজীবন ৷

তাকে ফিরার প্রয়োজন
অসত্য পোড়ান
আসে ফিরে আবার উত্তেজনা
সত্য সবার ঊর্ধ্বে আসে তখন ৷

যদি পড় অধঃপতনে
কেউ নেই জাগরণের
কিন্তু সততাই করে সচেতন
হৃদয় হয় সক্রিয় চেতন
কে করে তা যে কোন?

এটিই সব ৷
কোন রকম নেই তলব
যখন সবই হয় পতন
এই সবই যাথার্থ্য সেজন্য ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন