মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

মাগো মা


মাগো মা
আবুলকালামআজাদবাসু
6/2/2013
মাগো মা আমার! তুমি যে সবার মাতা
আদর যত্নে লালন করেছ আমায়;
ভুলে জীবনের সব ব্যথা, কত দুঃখে
কষ্টে নিজের জীবন দিয়ে ভালবেসে
পূর্ণ করতে চেয়েছ আশা, শতবাঁধা
বিপত্তি অতিক্রম করে আমায় নিয়ে
বেঁধেছ ছোট্ট বাসা, মনের কোণে ছিল
লুক্কায়িত কত আশা! সন্তানের লাগি
নিজের জীবনের যত আশা আকাঙ্খা
মাটির সাথে মিশায়ে সন্তান লালন
পালন করেছ, বড় হয়ে তোমা বুকে
ফিরায়ে দেবে সুখের বন্যা; মা আমার
মাগো মা আমার, তুমি যে সবার মাতা
মাকে ভালবেসে পূর্ণ হোক সব আশা ৷
মাগো তোমার স্মরণে মমতার ঢল
দু-নয়নে মোর স্নেহ অশ্রুসিক্ত জল ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন