বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৩

পিতা কালাম’ জন্ম কালো (২১)


পিতা কালাম’ জন্ম কালো (২১)
আবুলকালামআজাদবাসু
28/2/2013



বিসমিল্লাহির রাহমানির রহিম
পরম করুণাময় আল্লাহর নামে ৷

বাল্যকালে এ গৃহ আগুনে ধ্বংস প্রাপ্ত
জানি না কে ই বা করে দান এ বুদ্ধত্ব ৷
মোর জীবন বৃত্তান্ত শুনাবার তরে,
অন্তচক্ষু বিশেষজ্ঞ বিশ্ব মানব-রে,
অবিশ্বাস্য মোর বুলি শুভ্র বিলোচনে
তিনিই চিরঞ্জীবী মহা পরম সত্তা ৷
মহা-গ্রন্থে কথিত বিশ্ব মৈত্রী স্থাপনে
নাহি অলৌকিক ক্ষমতা নাহি দক্ষতা,
কহিলাম প্রাণরাম! নহি প্রকাশিত,
ভ্রমে পতিতজন নহি বীর বিরিখ ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন